• শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৭:২০ অপরাহ্ন

শাহরাস্তির কৃষ্ণপুরে করোনায় ১ জনের মৃত্যু

আপডেটঃ : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

ইমতিয়াজ সিদ্দিকী তোহা :
শাহরাস্তিতে করোনায় আক্রান্ত হয়ে পৌরসভার ১১ নং ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামের পাটোয়ারী বাড়ির মৃতঃ আবু বকর সিদ্দিকের পুত্র ফজলুর রহমান দুলাল(৬২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ….রাজিউন)।

সোমবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, গেল কয়েকদিন ধরে তিনি করোনা উপসর্গ ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শনিবার চিকিৎসার উদ্দেশ্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে রোববার নমুনা পরীক্ষা করা হলে সোমবার সকালে করোনা পজেটিভ বলে জানানো হয়। ওই দিন বিকেলে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ মেয়ে, ১ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান।

সোমবার(১২ জুলাই) রাত ১০টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহরাস্তি উপজেলার দাফনকারী টিমের সহায়তায় মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…