• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন

মতলব উপজেলা পরিষদ উপ-নির্বাচনে বিপুল ভোটে নৌকার বিজয়

আপডেটঃ : বুধবার, ২১ অক্টোবর, ২০২০

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রায় লক্ষাধীক ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের প্রার্থী বিএইচএম কবির আহমেদ জয়ী হয়েছেন। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বিএইচএম কবির আহমেদ পেয়েছেন মোট ১ লাখ ৪ হাজার ৪শ ২৭ ভোট।

তার একমাত্র প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত প্রার্থী এমএ শুক্কুর পাটওয়ারী পেয়েছেন ২ হাজার ৮শ ১০ ভোট। যদিও বিএনপি প্রার্থী গত রোববার নির্বাচন বয়কট করেন।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান এএইচএম গিয়াসউদ্দিনের মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হয়।

মতলব দক্ষিণ উপজেলার ভোটার সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ১শ ৮১জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৭ হাজার ৮শ ৮০জন এবং মহিলা ভোটার ৮৫ হাজার ৩শ ১জন। এর মধ্যে ভোট কাস্ট হয়েছে ১ লাখ ৭ হাজার ২শ ৩৭টি।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…