মোঃ জামাল হোসেন
চাঁদপুরের শাহরাস্তিতে উপ-নির্বাচনে নৌকার মাঝি হলেন রুহুল আমিন, ধানের চাষী হলেন মাসুদ কবির। আগামী ২০ অক্টোম্বর অনুষ্ঠিতব্য ইউপি উপ-নির্বাচনে শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুুুল আমিন কে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পেয়েছেন।
সোমবার বিকেলে ঢাকার ধানমন্ডি আওয়ামীলীগের রাজনৈতিক কার্যালয়ে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ প্রতীক দেয়া হয়। শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু, মোঃ রহুল আমিনকে দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ।
এদিকে ওই ইউনিয়নে উপ-নির্বাচনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন যুব নেতা মোহাম্মদ মাসুদ কবির। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের স্বাক্ষরিত দলীয় প্রতীক পেয়েছেন
শাহরাস্তি উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম পাটোয়ারী লিটন, মেহের দক্ষিণ ইউনিয়ন উপ-নির্বাচনে যুবনেতা মোহাম্মদ মাসুদ কবির দলীয় প্রতীক ধানের শীষ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।