মোঃ জামাল হোসেনঃ
কোন মানুষ অভুক্ত থাকবেনা না, এবং কষ্টের মধ্যে পড়বে না একটা বিপর্যয়ের সম্মুখীন সারদেশ, সারা পৃথিবী এবং আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে বিভিন্ন ভাবে ত্রান সামগ্রী দিয়ে সহাতা চালিয়ে যাচ্ছেন। ইনশাল্লাহ আমাদের সরকার প্রতিজ্ঞাবদ্ধ কোন মানুষ অভূক্ত থাকবে না, কোন মানুষ কষ্টের মধ্যে পড়বেনা। সারা পৃথিবী অবশ্যই বিপর্যে পড়েছে। সেই বিপর্যয়ের কিছুটা অংশ আমাদের ভাগ্যে এসে পড়েছে। কিন্তু তার পরও আমরা বলব যে আমাদের দেশ মোটামুটি কিছুটা নিয়ন্ত্রে আছে। মার্কিন যুক্তরাষ্ট্র, বৃটেন তাদের মত অত খারাপ অবস্থা নয়।
উপরোক্ত কথাগুলো বলেছেন চাঁদপুর–৫ (শাহরাস্তি–হাজিগঞ্জ) এর গনমানুষের নেতা মহান মুক্তিযুদ্ধের এক নং সেক্টর কমান্ডার সাবেক সফল স্বরাষ্ট্র মন্রী মেজর(অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এম পি তিনি মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শাহরাস্তি উপজেলায় নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতি ষ্ঠান যারা সরকারি কোন বেতন ভাতাদী পায় না।
করোনা ভাইরাস (কোভিড – ১৯) মহামারি রোগে সংকটময় মুহুর্তে অত্যন্ত মানবেতর জীবন যাপন করে তাদেরকে উপজেলা প্রশাসন, শাহরাস্তি এর উদ্যোগে ত্রান ও দূর্যগ মন্ত্রণালয়ের আওতায় ৪১টি কিন্ডারগার্টেন ও ০১টি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মোট- ৪৫০ জন শিক্ষক-শিক্ষিকাকে চাল, ডাল, চিনি, আলু, তৈল, সেমাই প্রদান অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন পৌর মেয়র হাজি আবদুল লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ ইরান, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম এল এল বি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ সরকার, উপজেলা পরিষদের সি এ মোঃ শাহাবুদ্দীন প্রমূখ।