• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:০৪ পূর্বাহ্ন

শাহরাস্তিতে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে যুবক : নমুনা সংগ্রহ

আপডেটঃ : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০

 

 

মোঃ জামাল হোসেনঃ

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা উপসর্গ নিয়ে অসুস্থ এক যুবক চিকিৎসার জন্য এসেছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ওই যুবক হাসপাতালের জরুরি বিভাগে আসে।

 

জানা যায়, শাহরাস্তি উপজেলার সেনগাঁও গ্রামের ২২ বছর বয়সী ওই যুবক জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসার জন্য এলে কর্তব্যরত চিকিৎসক তাকে কোভিড-১৯ আক্রান্ত সন্দেহে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ সময় আইইডিসিআর-এ পরীক্ষার জন্য আক্রান্তের দেহ হতে নমুনা সংগ্রহ করা হয়েছে।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতীক সেন জানান, টেস্টের রিপোর্ট ছাড়া করোনা আক্রান্ত বলা যাবে না। অসুস্থ যুবকের জ্বর ও শ্বাসকষ্ট থাকায় আমরা নমুনা সংগ্রহ করে চাঁদপুর সিভিল সার্জন অফিসে পাঠিয়েছি।

আইইডিসিআরের রিপোর্ট পাওয়া পর্যন্ত তার পরিবারের অন্য লোকজনদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছি।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…