• শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ০৩:৩১ অপরাহ্ন

মতলব উত্তরে আরো একজন করোনায় আক্রান্ত

আপডেটঃ : শনিবার, ১১ এপ্রিল, ২০২০

 

মনিরুল ইসলাম মনির :

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। মতলবে এ নিয়ে মোট দুইজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হলো। সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

করোনায় আক্রান্ত ওই ব্যক্তির নাম ইয়াসিন মিজি (২২)। তিনি পেশায় একজন সেলসম্যান। তার বাড়ি মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের আনারপুর গ্রামে।

 

স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জে একটি বিস্কুট কোম্পানীর সেলসম্যান হিসেবে কাজ করতো ইয়াসিন মিজি। ৮ এপ্রিল নারায়নগঞ্জ থেকে সে বাড়িতে আসে। সে জ্বর-সর্দি, কাশিতে আক্রান্ত হলে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য ৯ এপ্রিল ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়। নমুনা পরীক্ষায় তার করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এ রির্পোট লেখা পর্যন্ত সে বাড়িতে রয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…