• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:১৬ অপরাহ্ন

শাহরাস্তিতে জরাজীর্ন ঘরে ঝুঁকি নিয়ে বসবাস করছে তরিক উল্যার পরিবার

আপডেটঃ : শুক্রবার, ১৩ মার্চ, ২০২০

 

মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তিতে জরাজীর্ন ঘরে ঝুঁকি নিয়ে বসবাস করছে তরিক উল্যার পরিবার। উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ধোপল্লা প্রামের শেখ বাড়ির স্থায়ী বাসিন্দা, মৃত. আলী আহম্মদ এর ছেলে মোঃ তরিক উল্লার পরিবার সহ বসবাস করছে। স্বরজমিনে গিয়ে দেখা যায় তরিক উল্যাহ একজন দিন মজুর। বর্তমানে পুরনো জরাঝির্ণ একটি বসত ঘর আছে। যাহা এতটাই জরাজীর্ণ যে, এতে বসবাস করার অনুপযোগী হয়ে পড়েছে, সামান্য একটু বৃষ্টি হলে টিনের ছিদ্র/পাক দিয়ে পানি পড়ে ঘরের সবকিছু ভিজে যায়। প্রাকৃতিক দুযোর্গ আসলে যে কোনো মুহুত্বে দুরর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। বিকল্প ব্যবস্থা না থাকায় জিবনের ঝুকি নিয়ে নিরুপায় হইয়া পরিবার নিয়ে অনাহারে দিনাপাতি করছে। তারপরিবারের সদস্য সংখ্যা ৫ জন,২ ছেলে ১ মেয়ে। তিনি জানান মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্বমানবতার মা, জননেত্রী শেখ হাসিনা এম পি মহোদয় -যাদের জায়গা আছে ঘর নেই তাদের ঘর করে দেন। আমার বাবার রেখে যাওয়া ঘর করার মতো জায়গা আছে। আমি অসুস্থ ও দিন মজুর হওয়ায় অর্থের অভাবে ছেলে, মেয়েদের লেখা পড়া ও সংসার খরচ চালাতে হিমশিম খাচ্ছি এবং অর্থের অভাবে ঘর করা ও সম্ভব হচ্ছে না।
এমতাবস্থায়, মাননীয় সংসদ সদস্য মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তর মহোদয়ের নিকট আবেদন আমি একজন অসহায় ও দিনমজুরের পরিবার নিয়ে একটু মাথা গুজার ঠাই হিসাবে উক্ত বর্ণিত নিজ মালিকীয় ভূমিতে আমাকে একটি ঘর নির্মাণ করে দেওয়ার জন্য আপনার সু-দৃষ্টি কামনা করি।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…