• মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ন

মতলবে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা ডাঃ ইসহাকের দাফন সম্পন

আপডেটঃ : বুধবার, ২২ জানুয়ারি, ২০২০

 

সফিকুল ইসলাম রিংকু:-

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাক্তন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মতলব প্রেসক্লাবরে যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি ইয়ামিনের পিতা মুক্তিযোদ্ধা ডা. মো. ইসহাক মিয়ার তিন দফা জানাজা শেষে ২১ জানুয়ারি পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

 

মরহুমের প্রথম নামাজে জানাজা মিরপুর রূপনগর কেন্দ্রীয় জামে মসজিদে গত ২০ জানুয়ারি বাদ আছর অনুষ্ঠিত হয়। দ্বিতীয় নামাজে জানাজা ২১ জানুয়ারি সকাল ৯টায় মতলবগঞ্জ জে,বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। তৃতীয় নামাজে জানাজা মরহুমের নিজ বাড়ী পশ্চিম বাইশপুর মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।

 

এ সময় মরহুমের শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, অফিসার্স ইনচার্জ স্বপন কুমার আইচ, ২৫০শয্যা চাঁদপুর সরকারি হাসপাতালের সহকারি পরিচালক রোটা. ডা. একেএম মাহাবুবুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, জেলা কৃষকলীগের সভাপতি জয়নাল আবেদীন প্রধান, মতলব পৌরসভার প্যানেল মেয়র আবুল বাশার পারভেজ, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি সোহাগ সরকার, মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সহ-সভাপতি মোঃ মজিবুর রহমান সরকার, নিউ ল্যাব এইড হাসপাতালের চেয়ারম্যান মোজাম্মেল হক খোকন, ঠিকাদার জসিম উদ্দিন ঢালী, মতলব দঃ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহীদুজ্জামান মাসুম সরকার, সহ-সভাপতি সফিকুল ইসলাম রিংকু, মরহুমের বড় ছেলে ফজলে রাব্বি ইয়ামিন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…