• শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৪:২১ পূর্বাহ্ন

ছেংগারচর পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষনার দাবিতে বিক্ষোভ মিছিল

আপডেটঃ : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১

মনিরুল ইসলাম মনির :
ছেংগারচর পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষনার দাবিতে মঙ্গলবার সকালে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামী লীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের উদ্যোগে উপজেলার ছেংগারচর বাজারে বিক্ষোভ মিছিল বের হয়।
ছেংগারচর বাজারস্থ উপজেলা আওয়ামী লীগ অফিস থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে বাজারের চৌরাস্তায় এসে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রতন ফরাজীর পরিচালনায় বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এ্যাড. মহসিন মিয়া মানিক, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজী, পৌর শ্রমিকলীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, মাহবুব আলম বাবু, যুবলীগ নেতা ওমর খান, শরীফ উল্লাহ সরকার, ছাত্রলীগ নেতা হারুন, নুর নবী খান’সহ নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…