• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৪ পূর্বাহ্ন

মতলব উত্তরের গজরা কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা

আপডেটঃ : শনিবার, ২২ আগস্ট, ২০২০

মনিরুল ইসলাম মনির :
মতলব উত্তরে গজরা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২১ আগষ্ট (শুক্রবার) বিকেলে মতলব উত্তর উপজেলা শিল্পকলা একাডেমী (গজরাস্থ) মিলনায়তনে দূর্নীতি, বাল্যবিবাহ রোধকল্পে কমিউনিটি পুলিশিং কমিটির সভায় গজরা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সভাপতি শহীদ উল্লাহ প্রধান এর সভাপতিত্বে সহ-সভাপতি এবিএম শামসুল আলম মাষ্টারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা।
তিনি বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের ফলে সেবা প্রদানকারীদের মধ্যে দূরত্ব কমে ঘনিষ্ঠতা বাড়ছে বলে জেলা পুলিশের তথ্যে উঠে এসেছে। পাশাপাশি সরকারি সেবা জনগণের দোর গোড়ায় দ্রুত সময়ে পৌঁছে দেওয়ার ফলে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে এবং পুলিশের প্রতি জনসাধারণের আস্থা বেড়েছে বলেও পরিসংখ্যানে বেড়িয়ে এসেছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহজাহান কামাল, উপজেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক ও ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, সহ-সভাপতি সরকার আলাউদ্দিন, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছানা উল্লাহ মোল্লা, সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার ওয়াদুদ, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশা প্রমুখ।
গজরা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক দেওয়ান মফিজুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় সভায় আরো বক্তব্য রাখেন, গজরা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. প্রভাত চন্দ্র ভৌমিক, আলহাজ্ব আব্দুল হান্নান দর্জি, সফিকুল ইসলাম ঢালী, শাহজাহান মৃধা, মোস্তফা খান, গোলাম হোসেন, মজিবুর রহমান, মুখলেছুর রহমান, কাউসার আহমেদ, দুলাল মোল্লা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কোনো ধর্মেই হত্যা, সন্ত্রাস, অশান্তি সমর্থন করে না। সব ধর্মেই শান্তির কথাই বলা আছে। একটি গোষ্ঠী ইসলামের অপব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদে মদদ দিচ্ছে। ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই। একটি জঙ্গিগোষ্ঠী দেশে নাশকতা সৃষ্টি করছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…