• শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৩:৫৮ অপরাহ্ন

ফরিদগঞ্জে আরও ৫ জনের করোনা শনাক্ত!

আপডেটঃ : রবিবার, ২৮ জুন, ২০২০

শিমুল হাছান :

ফরিদগঞ্জে আরও ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা হচ্ছেন ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের খাড়খাদিয়া গ্রামের মো. বাহাউদ্দিন (৩০), ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা গ্রামের মো.রাছেল (২৬), ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের শাহ জাহান মোল্লা (৬৫), ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের বাটিয়ালপুর গ্রামের রিনা আক্তার (২২) ও ১০ নং গোবিন্দপুর দক্ষিন ইউনিয়নের চরভাগল গ্রামের নেওয়াজ আহমেদ (৪০)।

রবিবার (২৮ জুন ২০২০ খ্রি.) ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র এ তথ্য নিশ্চিত করা হয়। এদিকে আজ স্বাস্থ্য কমপ্লেক্সে আসা ১০ টি রিপোর্টের মধ্যে ৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

এ নিয়ে ফরিদগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ জনে।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহমেদ চৌধুরী জানান, রবিবার দুপুরে আসা ১০টি রিপোর্টের মধ্যে ৬টি রিপোর্টই পজিটিভ আসে। এ পর্যন্ত পাওয়া ৩৬৪ টি রিপোর্টের মধ্যে ৩১৯ জনের রিপোর্ট এসেছে এর মধ্যে ৮৬ জনের করোনা পজিটিভ হয়েছে। আক্রান্তদের মধ্যে ৭ জন মারা গেছেন এবং ৪৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া ৪৫ জনের রিপোর্ট অপেক্ষমান রয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…