• মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
হাজীগঞ্জে হাত-পা বাধা স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে তৃণমূল থেকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে : ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন কচুয়ায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হাজীগঞ্জে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত মতলব উত্তরে বন্দুক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩ ডাকাত মতলব ছেংগারচর পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ সারা দেশে আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জনগণের প্রত্যাশা পুরণ করেছে : নুরুল আমিন রুহুল এমপি চাঁদপুরে মুজিবনগর দিবসে ৫ শতাধিক অসহায় পেল আ.লীগের ঈদ সামগ্রী কচুয়ায় কেন্দ্রীয় আ‘লীগ নেতার বিলবোর্ড ফেস্টুন ছিড়েছে দুর্বৃত্তরা

চাঁদপুরের ফরিদগঞ্জে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলার শিকার বাবা

মুনছুর আহমেদ বিপ্লব
মুনছুর আহমেদ বিপ্লব
আপডেটঃ : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

 

প্রতিকী ছবি।

ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলার শিকার হলেন বাবা। উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের পাটওয়ারী বাজারে রোববার রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিচার চেয়ে সোমবার (৩ এপ্রিল) দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আবুল কাশেম নামের আহত ওই ব্যক্তি। অভিযোগের বিষয়টি মানব খবর কে নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান।

জানা গেছে, আবুল কাশেম গাজীর মেয়ে স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ে। স্কুলে আসা-যাওয়ার পথে বিভিন্ন সময় হাসানসহ দুই-তিনজন যুবক ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। ঘটনার দিন সন্ধ্যার পর ওই ছাত্রীকে বাড়ি থেকে তুলে নেওয়ার চেষ্টা করেন অভিযুক্ত মো. হাসান, মো. ফারুক ও মো. সাব্বির। এ সময় তাঁদের বাধা দিলে আবুল কাশেমকে পিটিয়ে জখম করা হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

আবুল কাশেম জানান, হাসান, ফারুক ও সাব্বির দীর্ঘদিন ধরে আমার মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে। বর্তমানে স্কুল বন্ধ থাকায় আমার মেয়েকে উঠিয়ে নিতে তাঁরা আমার বাড়িতে আসে। এ সময় আমি বাধা দিই। পরে রাত সাড়ে ৮টার দিকে আমি বাজারে গেলে তাঁরা আমাকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ মিয়া জানান, ঘটনার সময় আমি ওই স্থানে ছিলাম। সম্পূর্ণ অন্যায়ভাবে সংঘবদ্ধ হয়ে কাশেমের ওপর হামলা চালায় উত্ত্যক্তকারীরা।

এদিকে হামলার কথা স্বীকার করে অভিযুক্ত হাসান বলেন, ওই মেয়ের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে। আমাকে গালমন্দ করায় আমি তাঁর বাবাকে পিটিয়েছি।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share This post


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…