• বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪, ১০:০৭ অপরাহ্ন

মতলব রাঢ়ীকান্দিতে পূর্ব বিরোধে পরিকল্পিত হামলায় থানায় অভিযোগ

আপডেটঃ : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

 

নিজস্ব প্রতিবেদক:
পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে লাঠিসোটা, রড সাগর লোহার সেনা সহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ রাঢ়ীকান্দি গ্রামে গতকাল সন্ধ্যায় একই বাড়ির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষে স্বপন সরকার, আলামিন সরকার আহত হয়। প্রতিপক্ষ হোসনে আরা বেগমের শ্রীলতাহানি ঘটানোর চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনায় মৃত বোরহান উদ্দিন সরকার এর স্ত্রী হোসনে আরা বেগম বাদী হয়ে থানায় অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, একই বাড়ির মৃত গনি সরকারের ছেলে লিটন সরকার ও স্বপন সরকার, মৃত জুলমাত সরকারের ছেলে সালাম সরকার, সালাম সরকারের ছেলে সবুজ সরকার, মৃত আল আমিন উদ্দিন সরকারের ছেলে টিপু সরকার, মৃত হাসমত সরকারের ছেলে মিজান সরকার, খলিল সরকারের ছেলে রোমান সরকার, মোহাম্মদ ফারুক এর ছেলে জিসান সহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে বিবাদী করা হয়।
হোসনে আরা বেগম জানান, স্বপন সরকার ও আলামিন সরকার আমার ছেলে হয়। তারা ঢাকায় বসবাস করেন। কোভিড-১৯ এর কারণে প্রায় তিন মাস তারা বাড়িতে অবস্থান করছে। অভিযুক্তরা আমারে কি বাড়ির লোক, তবে অন্য বাড়িতে বসবাস করছে। তারা পূর্ব বিরোধের জের ধরে আমার উপর বিভিন্নভাবে অত্যাচার অবিচার করিতে থাকিলে ইহাতে আমার ছেলে আলামিন সরকার প্রতিবাদ করিনি বিবাদীরা ক্ষিপ্ত হইয়া পূর্বপরিকল্পিতভাবে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ২৬ মে সন্ধ্যায় অনধিকারে আমার বাড়িতে হামলা দিয়া বাড়ির আঙিনায় আমার ছেলে স্বপন সরকারকে এবং আলামিন সরকারকে এলোপাথাড়ি মারপিট করেরক্তাক্ত জখম করে। মোবাইল টাকা ছিনিয়ে নেয়। আমার ছেলেদেরকে রক্ষা করতে গেলে আমাকেও টেনে-হিঁচড়ে শ্লীলতাহানি ঘটায়। আমার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
প্রতিপক্ষ বাসভবনের স্টিল আলমারি বিভিন্ন ধরনের আসবাবপত্র ভাঙচুর করে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…