• বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৯ পূর্বাহ্ন

চাঁদপুরে জুয়েলের উদ্যোগে কৃষকের পাশে জেলা স্বেচ্ছাসেবক লীগ

আপডেটঃ : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

 

অমরেশ দত্ত জয়ঃ

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস মোর্শেদ জুয়েলের উদ্যোগে অসহায় কৃষকের পাশে সহযোগিতা করতে এগিয়ে গিয়েছে জেলা
স্বেচ্ছাসেবক লীগ।১৪ই মে বৃহস্পতিবার ১২নং চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামে কৃষকের এক একর জমির ধান কেটে তারা সহযোগিতা করেছেন।এ ব্যপারে জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস মোর্শেদ জুয়েল জানায়, জননেত্রী ও দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা অসহায় হতদরিদ্র কৃষকের পাশে এসে দাঁড়িয়েছে।তাদের কে উৎসাহ দিতে আমরাও মাঠে নেমে পড়েছি। কৃষকের মুখে হাসি ফুটানোর জন্যেই এই ক্লান্তিলগ্নে মহামারি করোনা ভাইরাসের মধ্যে আমরা ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছি।তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে যখন যেই নির্দেশনা দেওয়া হবে। আমরা সেই মোতাবেক কাজ করে যাবো। সাধারণ কৃষকের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য দেলোয়ার হোসেন রতন ,কে এম মাসুদ, ইমন গাজী, সিদ্দিকুর রহমান, গোলাম সরোয়ার রিপন, আব্দুর রহমান সোহেল, খলিলুর রহমান,পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোরশেদ হাওলাদার, সদস্য রুবেল, সদর উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ সোহাগ খান সহ স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…