• বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৬ অপরাহ্ন

চাঁদপুরে মুজিবনগর দিবসে ৫ শতাধিক অসহায় পেল আ.লীগের ঈদ সামগ্রী

আপডেটঃ : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুরে ঐতিহাসিক ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে সোমবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে ৫ শতাধিক অসহায় ও দুস্থ মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

 

এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী। সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ।

 

বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, যুগ্মসাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম প্রমূখ। আলোচনা সবা শেষে অতিথিরা ঈদ সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…