• সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ন

চাঁদপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মজিবুর রহমানের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

আপডেটঃ : বুধবার, ১৩ মে, ২০২০

 

অমরেশ দত্ত জয়ঃ

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও সমাজসেবক মোঃ মজিবুর রহমান নিজস্ব অর্থায়নে করোনা পরিস্থিতি মোকাবেলায় অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন।

 

১২ই মে(মঙ্গলবার) শহরের কোড়ালিয়াস্থ পীর বাদশা এলাকায় তিনি এসব বিতরণ করেন।যার মধ্যে খেঁজুর,মুড়ি,বুট,চিনি সহ ইফতার সামগ্রী রয়েছে।এ ব্যপারে জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও সমাজসেবক মোঃ মজিবুর রহমান জানান,জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু ভাইয়ের পরামর্শে নিজ অবস্থান থেকে অসহায় ও গরীব মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছি।

 

তিনি আরো বলেন,আমি করোনা পরিস্থিতি মোকাবেলায় এর আগে ৪০ জন দুঃস্থের মাঝে ত্রাণ সামগ্রী দিয়েছি।এবার মাহে রমজানে ৬০ জনকে ইফতার সামগ্রী বিতরণ করছি।আমার এ ধরণের কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রাখার চেষ্টা করবো।এ সময় বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক ইফতেখায়রুল আলম মাসুম,চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নুরে আলম রনি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…