• রবিবার, ১৯ মে ২০২৪, ০২:৫৮ পূর্বাহ্ন

মতলব উত্তরে অসহায় কৃষকের ধান কেটে দিল কৃষক লীগ

আপডেটঃ : মঙ্গলবার, ৫ মে, ২০২০

 

মনিরুল ইসলাম মনির :

 

মতলব উত্তরে অসহায় কৃষকের ধান কেটে দিল কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক । কৃষক বাঁচলে বাঁচবে দেশ, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে এই শ্লোগান কে সামনে রোজা রেখে মতলব উত্তর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক এর নেতৃত্বে এখলাছপুরে অসহায় কৃষকের ধান কেটে দিলেন।

 

মঙ্গলবার (৫ মে) সকালে করোনার প্রভাবে প্রয়োজনীয় শ্রমিক সংকটে এখলাছপুর গ্রামের অসহায় কৃষক আনোয়ার হোসেন সিকদার এর ১ বিঘা জমির ধান কেটে দিয়ে সহযোগীতা করলেন কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক ।

 

কৃষক আনোয়ার হোসেন সিকদার বলেন, তার জমির ধান পেকে গেছে কিন্তু তিনি শ্রমিকের অভাবে জমির ধান কাটতে পারছিলেন না। বিষয়টি তিনি মতলব উত্তর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুককে জানালে মঙ্গলবার ওনার নেতৃত্বে মতলব উত্তর উপজেলা কৃষক লীগ সদস্য মোজাম্মেল হক, মতলব উত্তর উপজেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক মো. আলী আশাদ, কৃষক লীগের সদস্য মো. মুকুল, এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা, মতলব উত্তর উপজেলা কৃষক লীগের সহ-প্রচার সম্পাদক মো. মাইনুদ্দিন, এখলাছপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. বাদশা মিয়া, সহ-সভাপতি লিটন সরদার, আনোয়ার হোসেনের খান, এখলাছপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আনোয়ার হোসেন মেম্বার, ১০নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের কৃষক লীগ সভাপতি মো. ইলিয়াস মিয়াজী, ১১নং ফতেপুর পূর্ব ইউনিয়নের কৃষক লীগ সভাপতি ইমরান চৌধুরী রাজু’সহ নেতা কর্মীরা আমার জমির ধান কেটে দেন। কৃষকলীগের এই মানবিক কর্মকাণ্ডের জন্য তাদেরকে ধন্যবাদ জানান।

 

এই ব্যাপারে মতলব উত্তর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক বলেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট নুরুল আমিন রুহুল মহোদয়ের নির্দেশে আমরা এখলাছপুর অসহায় কৃষকদের জমির ধান কেটে দিয়েছি ।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…