• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৩:২৪ অপরাহ্ন

চাঁদপুরে ইফা থেকে ১’শ ৪২জনকে ৩ লক্ষ ৫৪ হাজার টাকা যাকাতের অর্থ প্রদান

আপডেটঃ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

 

অমরেশ দত্ত জয়ঃ

চাঁদপুরে ইসলামি ফাউন্ডেশন থেকে সরকারি যাকাত ফান্ডের মাধ্যমে ১’শ ৪২ জনকে ৩ লক্ষ ৫৪ হাজার টাকা প্রদান করা হয়েছে।ইসলামিক ফাউন্ডেশনের তালিকাভুক্ত গণশিক্ষা কার্যক্রম কেন্দ্রের প্রাক প্রাথমিক ও মসজিদভিত্তিক সহজ কোরআন শিক্ষা,কেয়ারটেকার সহ আরো অন্যান্যরা এই যাকাতে অর্থ পেয়েছে।৩০শে এপ্রিল বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন চাঁঁদপুরের উপ-পরিচালক মোঃ খলিলুর রহমান জানান,কর্মহীন অসহায় শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের হাতে সর্বোচ্চ ৫ হাজার ও সর্বনিম্ন ২ হাজার ২’শ ৫০ টাকা করে যাকাতের অর্থ দেওয়া হয়েছে।যার মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৩২, মতলব উত্তর ২১, মতলব দক্ষিণ ১৫, হাজিগঞ্জ ১৯, শাহারাস্তি ১০, কচুয়ায় ২০, হাইচর ১০ এবং ফরিদগঞ্জে ১৫ জন সহ সর্বমোট ১’শ ৪২জনকে দেওয়া হলো।সূত্র মতে বুধবার সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা কানিজ ফাতেমার উপস্থিতিতে ইফা সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ শামসুদ্দিন সহ যাকাতের নগদ টাকা ইসলামী ফাউন্ডেশনের কর্মহীন ৭ জন শিক্ষকদের হাতে তুলে দেন।পরে ঐ দিন ১১টায় ইসলামিক ফাউন্ডেশন জেলার উপ-পরিচালক মোঃ খলিলুর রহমান ও ফিল্ড অফিসার মাওলানা মোহাম্মদ বেলাল হোসাইন,সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার শামসুদ্দিন তালিকার বাকি কর্মহীন অসহায় শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের হাতে ২য় দফায় যাকাতের টাকা তুলে দেন।ইফা চাঁদপুর সদর উপজেলার ফিল্ড সুপারভাইজার শামসুদ্দিন সব তথ্য নিশ্চিত করে জানান,সরকারি যাকাত ফান্ড থেকে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা ও উপজেলা ভিত্তিক নিম্নবিত্ত,কর্মহীন শিক্ষক ও কর্মচারীদের মোট ১’শ ৪২ জনকে তালিকা ভুক্ত করে তাদের হাতে নগদ টাকা তুলে দেয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…