শিমুল হাছান:
করোনাভাইরাস সংকট মোকাবেলায় সরকারি নানা বিধি নিষেধাজ্ঞার কারণে উপজেলার কর্মহীন হয়ে পড়া প্রায় ৩ শতাধিক অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী নিয়ে একজাক তরুন ছাত্রলীগ।
গত কয়েকদিনযাবত উপজেলা ছাত্রলীগ আল-আমিন আহম্মেদ, শারওয়ার হোসেন(রনি), শরিফ মৃধা, মেহেদী হাছান রাছেলের নিজর্স অর্থায়নে পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নে প্রায় ৩ শতাধিক খাদ্যসামগ্যী সহ বিভিন্ন সচেতনতা মূলক কর্মসুচি প্রদান করেন অসগহায়দের পাশে দাড়িয়েছেন।
এসময় ছাত্রলীগ পরিবারের সদস্যরা বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে সামাজিক দূরত্ব পালন ও ঘরে থাকার বিষয়ে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা যেই র্নিদেষনা দিয়েছেন তা মেনে চলার অনুরোধ জানান। আপনারা ঘরে থাকুন আমরা আপনাদের ঘরে ঘরে খাবার পৌঁচে দিব।