• সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন

ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদকসহ আটক দুই

আপডেটঃ : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

গাজী মমিন, চাঁদপুর ফরিদগঞ্জ:

 

ফরিদগঞ্জ থানা পুলিশের সাঁড়াশী অভিযানে উপজেলার দু’টি এলাকা থেকে মাদকসহ দু’জন আটক করেছে পুলিশ।
শনিবার গোপন সুত্রে খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিবের নির্দেশে থানা পুলিশের উপপরিদর্শক নুরুল ইসলামের নেতৃত্বে এ.এস.আই রবিউলসহ ১নং ইউপির মদনেরগাঁও তফদার বাড়ীতে অভিযান চালানো হয়।

 

এসময় মজিবুর রহমান খোকন (৫৫) নামের একজনকে ১শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। খোকনের বিরুদ্ধে ডাকাতির মামলাসহ ১০ টি মাদকের মামলা রয়েছে।

 

এদিকে উপজেলার হুগলী গ্রামে ২১ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ইউনুছ মুন্সি (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে ওই এলাকার সচেতন তরুণদের সহায়তায় আটক করে থানা পুলিশ। সে দীর্ঘদিন মাদকের সাথে জড়িত বলে খবর পাওয়া গেছে।
আটককৃতদেরকে আজ রবিবার পুলিশের মাধ্যমে চাঁদপুরের আদালতে পাঠানো হয়েছে।

 

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব আটককৃদের বিষয়ে নিশ্চিত করে তিনি জানিয়েছেন, মাদকের ব্যবসায়ী যে হোক, কাউকে ছাড় দেয়া হবে না। মাদকের বিরুদ্ধে সরকার যে যুদ্ধ ঘোষনা করেছে, এ উপজেলাতে মাদকের সাথে সম্পৃক্তদের জিরো টলারেন্সে নিয়ে আশার উদ্দেশ্যে থানা পুলিশ এলার্ট রয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…