• রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৭:৪৫ পূর্বাহ্ন

হাজীগঞ্জ রাজারগাঁয়ের ১জন করোনা উপসর্গ নিয়ে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি

আপডেটঃ : বুধবার, ৮ এপ্রিল, ২০২০

 

চাঁদপুর প্রতিনিধিঃ

করোনার উপসর্গ নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালে আরো ১জন রোগী ভর্তি হয়েছে। ৮ এপ্রিল বুধবার তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। করোনার সন্দেহভাজন ব্যক্তি হিসেবে তার নমুনা সংগ্রহ করা হয়েছে করোনা টেস্টের জন্য। তিনি জ্বর, কাশি ও গলা ব্যথায় ভুগছেন। তার বাড়ি হাজীগঞ্জের রাজারগাঁও এলাকায়। বিশেষ কারণে তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি।

 

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আরএমও এবং করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, হাসপাতালে আসার পর তাকে সন্দেহজনক মনে হওয়ায় আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে এবং করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

 

এ নিয়ে চাঁদপুর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ২ জন রোগী ভর্তি রয়েছে। এর আগে মঙ্গলবার সকালে করোনার উপসর্গ নিয়ে চাঁদপুর সদরের তরপুরচন্ডি এলাকার এক তরুণী (১৮) চাঁদপুর সদর হাসপাতালে এলে তাকে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয় এবং করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়। বর্তমানে এর আগে বিভিন্ন সময়ে জেলার সন্দেহভাজন ১০ জনের করোনা টেস্ট হয়েছিলো। তবে তাদের কারো শরীরে করোনা উপসর্গ মেলেনি।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…