• রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৬:২৭ পূর্বাহ্ন

চাঁদপুরে অযথা ঘুরাঘুরির দায়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা

আপডেটঃ : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০

অমরেশ দত্ত জয়ঃ
চাঁদপুর সদর এলাকায় করোনা ভাইরাস মোকাবেলায় সংঘ নিরোধের লক্ষ্যে ম্যাজিস্ট্রেট মোরশেদুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করেছেন।

২’রা এপ্রিল বৃহস্পতিবার সদরের শহর এলাকায় এ মোবাইল কোর্ট করা হয়। এ ব্যপারে ম্যাজিস্ট্রেট মোরশেদুল ইসলাম জানান,জেলা প্রশাসক স্যারের নির্দেশে চাঁদপুর সদর এলাকায় করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলার সংঘ নিরোধের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করেছি।

যার মধ্যে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর তফসিলভূক্ত দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী মোট ২০ টি মামলায় ২০ জন কে সরকারি নির্দেশনা অমান্য করে ঘর থেকে বের হয়ে অযথা ঘুরাঘুরি সহ অন্যান্য অভিযোেেগ মোট ৪ হাজার ১’শ টাকা অর্থদন্ড প্রদান করে আদায় করা হয়েছে।

এ সময় পুলিশ ও আনসার সদস্যরা মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেছেন। জনস্বার্থে এভাবে জনসচেতনতা তৈরি করতে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…