• সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন

চাঁদপুরে ‘নিরাপদ দূরত্বে’ চাউল ব্যবসায়ী সমিতির মাস্ক ও চাউল বিতরণ

আপডেটঃ : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০

 

অমরেশ দত্ত জয়ঃ

চাঁদপুরের পুরানবাজারে নিরাপদ দূরত্ব নিশ্চিত রেখে চাউল ব্যবসায়ী সমিতি নিম্ম আয় সহ নানা পেশার মানুষের মাঝে মাস্ক ও চাউল বিতরণ করেছে।৩১শে মার্চ মঙ্গলবার পৌর ১নং ওয়ার্ডে প্রায় দেড়’শ লোকের মাঝে এ চাউল দেওয়া হয়।এ সময় গণজামায়েত রোধে নিরাপদ দূরত্ব নিশ্চিতের বিষয়টি নিশ্চিত করতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামাল হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী।এ ব্যপারে চাঁদপুর চাউল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি পরেশ মালাকার জানান,করোনা পরিস্থিতি মোকাবেলায় আমরা আমাদের সমিতির পক্ষ থেকে স্থানীয় কিছু গরিব ও অসহায়দের মাঝে চাউল বিতরণ করেছি।এতে প্রত্যেককে আমরা ১০ কেজি হারে ব্যাগ প্রতি চাউল ও মাস্ক দেওয়ার ব্যবস্থা করেছি। কেউ যাতে গণজামায়েত না করতে পারে এজন্য আমরা গোল বৃত্ত অংকন করে নির্দিষ্ট দূরুত্বে সবাইকে রেখেছি।এ ব্যপারে চাঁদপুর চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজমূল আলম পাটওয়ারী জানান,আমরা চাউল বিতরণের পূর্বেই নিরাপদ দূরুত্বের বিষয়টিতে গুরুত্বারোপ করেছি।অবশ্য আমাদের এই শৃঙ্খলা রক্ষার কাজে পুরানবাজার ফাঁড়ির পুলিশ অনেকটা সাহায্য সহযোগিতা করে গেছেন।মহান আল্লাহ এই করোনা মহামারী থেকে সকলকে সুস্থ্য রাখুক এই কামনা রইলো।এ সময় পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলী মাঝী,চাঁদপুর চাউল ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আবুল কাশেম বেপারী,শফিউল্লা পাটওয়ারী,মোতালেব মৃধা,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিপন সাহা,সদস্য সুবল ঘোষ,রিফাত শাহানূর খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…