• রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৭:৩৭ পূর্বাহ্ন

করোনা পরিস্থিতি মোকাবেলায় চাঁদপুর জেলা পুলিশের ত্রাণ সহায়তা

আপডেটঃ : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০

 

অমরেশ দত্ত জয়ঃ

করোনা পরিস্থিতি মোকাবেলায় নিম্ন আয়ের নানা শ্রেণী পেশার মানুষদেরকে জেলা পুলিশ ত্রাণ সহায়তা দিয়েছে।৩০শে মার্চ সোমবার শহরের কোড়ালিয়ায় এ ত্রাণ সহায়তা দেওয়া হয়।ত্রাণ তুলে দেন জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান।ত্রাণ তুলে দেওয়া শেষে তিনি গণমাধ্যম কে জানান,আমরা আমাদের অবস্থান থেকে এই মহামারীতে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।এই মুহূর্তে একবারে যাদের খাবার সংকট রয়েছে।তেমনি কিছু পরিবারের মাঝে আমরা খাবার ও নিত্য প্রয়োজনীয় কিছু সামগ্রী দেওয়ার চেষ্টা করছি।আমাদের এ ত্রাণ দেওয়া অব্যাহত থাকবে।এ সময় পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন) মোঃ মিজানুর রহমান,চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার(হেডকোয়ার্টার) মোঃ আসাদুজ্জামান,চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন,স্থানীয় ব্যক্তিত্ব জাকির হোসেন মিয়াজী,এম আর ইসলাম বাবু,অপু পাটওয়ারী,জহির উদ্দিন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।সকলের উপস্থিতিতে প্রায় ১’শ লোকের প্রত্যেককে ৫ কেজি মিনিকেট চাল, ২ কেজি আটা, দেড় কেজি ডাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু, ২ টি এন্টিসেপ্টিক সাবান ব্যাগে ভরে হাতে তুলে দেওয়া হয়।উল্লেখ্য,এই ত্রাণ সহায়তা গ্রহণকারী প্রত্যেককে সুশৃঙ্খলভাবে নিরাপদ দুরুত্বে গোল বৃত্তে দাঁড়ানোর ব্যবস্থা করে পুলিশ।যারা পর্যায়ক্রমে একে একে সামাজিক দুরুত্ব বজায় রেখে এই ত্রাণ সুবিধা গ্রহণ করে।যাদের গায়ে জীবাণুনাশক স্প্রে পর্যন্ত ছিটিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…