• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:৫৮ পূর্বাহ্ন

চাঁদপুর শহরে গণজামায়েত নিষিদ্ধে মাঠে তৎপর মোবাইল কোর্ট টিম

আপডেটঃ : বুধবার, ২৫ মার্চ, ২০২০

 

অমরেশ দত্ত জয়ঃ

চাঁদপুর শহরে করোনা ভাইরাস প্রতিরোধে গণজামায়েত নিষিদ্ধ নিশ্চিত করতে মাঠে তৎপর রয়েছে মোবাইল কোর্ট টিম।২৫শে মার্চ বুধবার তাদের এ তৎপরতা দেখা যায়।এ ব্যপারে মোবাইল কোর্ট টিমের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোরশেদুল ইসলাম জানান,করোনা ভাইরাস প্রতিরোধে শহরে গণজামায়েত নিষিদ্ধ নিশ্চিত করতে আমরা জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান স্যারের নির্দেশে মাঠে রয়েছি।আমরা সরকারি নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করছি এবং বিভিন্ন এলাকায় টহল দিচ্ছি।নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোরশেদুল ইসলাম আরো জানান,দিনব্যাপী মোবাইল কোর্টের দন্ডবিধি ১৮৬০ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মোট ৬ টি মামলায় ৬ জনকে ৩ হাজার ২’শ টাকা জরিমানা করা হয়।সেই সাথে আরো অন্যান্যদের সতর্ক করা হয়েছে।এদিকে এই মোবাইল কোর্ট টিমে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উজ্জ্বল হোসেন ও ছামিউল ইসলাম,চাঁদপুর সদর থানা পুলিশ এবং জেলা আনসার ও ভিডিপি’র উপস্থিতি দেখা গেছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…