• বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০১:১৪ অপরাহ্ন

১৬ বছর পর ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন ২৬ প্রার্থীর প্রতিক বরাদ্ধ

আপডেটঃ : রবিবার, ১৫ মার্চ, ২০২০

শিমুল হাছান:
সকল জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ১৬ বছর পর হতে চলেছে ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন করতে যাচ্ছে পৌর কর্তৃপক্ষ । এ নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করতে ২৬ জন প্রার্থীকে গতকাল শনিবার প্রতিক বরাদ্ধ সম্পন্ন করেছে। আগামী ২৮ মার্চ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন আয়োজনের লক্ষে চলছে বিভিন্ন কার্যক্রম।
ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক পৌর সচিব এ.কে.এম খোরশেদ আলম জানিয়েছেন, ১০ মার্চ মনোনয়নপত্র সংগ্রহের পর গতকাল ১৪ মার্চ শনিবার বিকেল ৪ টায় পযর্ন্ত ২৬ জন প্রার্থীর প্রতিক বরাদ্ধ দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।
প্রতিক বরাদ্ধের দেওয়া হয়েছে সভাপতি পদে ফারুকুল ইসলাম (ছাতা), শাহাদাত হোসেন (মোবাইল), সহ সভাপতি পদে মো. আলী হায়দার (টিপু) পাঠান (টেবিল), মো. শফিকুর রহমান মৃধা (গোলাপফুল), মো. মাসুদুর রহমান (চেয়ার), সাধারণ সম্পাদক মো. অহিদুর রহমান পাটওয়ারী (আনারস), মো. মিজানুর রহমান বাবুল (চশমা), মো. নুরুল আমিন পাটওয়ারী (মোমবাতি), সহ সাধারণ সম্পাদক পদে মো. শিমুল পাটওয়ারী (বই), আবুল হোসাইন (দোয়াত কলম), সাংগঠনিক পদে আনোয়ার হোসেন (টিয়াপাখি), নজরুল ইসলাম (মোরগ), কোষাধ্যক্ষ পদে মো. সোহেল পাটওয়ারী (আম), আবুল হোসেন (চাকা), দপ্তর সম্পাদক পদে ফিরোজ আলম (জগ), মাইনুল হাছান(কাপ পিরিচ), প্রচার সম্পাদক পদে খলিলুর রহমান (মাইক), ক্রীড়া সম্পাদক পদে জিয়াউর রহমান (ফুটবল), সমাজ কল্যাণ পদে ওমর ফারুক (কলম), নাছির উদ্দীন হাজারী (চাপকল), সদস্য পদে আনিছুর রহমান পাঠান (তালা), মেহেদি হাছান (উড়োজাহাজ), মনির হোসেন (হরিন), সালাম মিজি (হাতপাখা), আতিক উল্যাহ (কম্পিউটার ) ও হাজী মোস্তফা (বাঘ) মার্কায় নির্বাচন করবেন ।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…