• বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৬:৪০ অপরাহ্ন

চাঁদপুর সদরের বহরিয়া বাজারে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত-২০

আপডেটঃ : বুধবার, ১১ মার্চ, ২০২০

 

অমরেশ দত্ত জয়ঃ

চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খান ও ইউপি সদস্য হোসেন বেপারীর বিরোধের জেরে দুপক্ষের লোকের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেছে।৯ মার্চ সোমবার রাতে বহরিয়া বাজারে এ সংঘর্ষ হয় বলে জানা যায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।তবে এর আগেই ওই দুই গ্রুপের সংঘর্ষ চরম পর্যায়ে পৌঁছায়।যার মাধ্যমে বাজারের দোকান,বাড়ি ঘর ও দলীয় কার্যালয় ভাংচুরের ঘটনা পর্যন্ত ঘটেছে।নির্ভরযোগ্য সূত্র জানায়,বহরিয়া বাজারের ওই সংঘর্ষে আহত হয়েছে অন্তত ২০ জন।যাদের মধ্যে সদর হাসপাতালে ৭ জন চিকিৎসা নিয়েছে।এছাড়াও আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।স্থানীয়রা জানান,দেশীয় নানান অস্ত্র এ ঘটনায় ব্যবহার করা হয়েছে।সংঘর্ষ চলাকালীন সময়ে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে।পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তবে এঘটনায় তাৎক্ষণিকভাবে কোন পক্ষের বক্তব্যই নেওয়া সম্ভব হয়নি।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…