• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ন

চাঁদপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসসহ আরো ২ ট্রাভেল এজেন্সিকে জরিমানা

আপডেটঃ : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০

 

অমরেশ দত্ত জয়ঃ

চাঁদপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসসহ আরো ২ ট্রাভেল এজেন্সিকে আইন ভঙ্গের অভিযোগে জরিমানা করা হয়েছে।৩ ফ্রেব্রুয়ারী সোমবার মোবাইল কোর্টে জরিমানা করা হয়।এই মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোরশেদুল ইসলাম।তিনি জানান, চাঁদপুর সদরের ট্রাভেল এজেন্সীর লাইসেন্স না থাকা এবং লাইসেন্স এর শর্ত ভঙ্গ করে ভিসা প্রসেসিং,ম্যান পাওয়ার করা,ভিসা যাচাই সহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছি।এতে শহরের বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের ৩য় তলায় মক্কা ওভারসীজ ট্রাভেল এ বাংলাদেশ ট্রাভেল এজেন্সী (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৯ ধারা লঙ্গণের অপরাধে ১১ ধারায় ওই প্রতিষ্ঠানের প্রতিনিধি মারিয়াতুল জুমআ(২২) কে দশ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।এরপর কালীবাড়ি মোড় ভূঁইয়া মার্কেটের ২য় তলায় এরাবিয়ান এয়ার ট্যুরস এন্ড ট্রাভেলস কে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩ এর ৩২ ধারা লংঘনের অপরাধে ওই প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী আঃ লতিফ মোল্লার ছেলে আবু জাহিদ(৩১) কে দশ হাজার টাকা এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষকে লাইসেন্সের শর্তভঙ্গ করে দীর্ঘ দিন যাবত ভিসা প্রসেসিং ও বিমান টিকেট করায় একই আইনে ওই প্রতিষ্ঠানের আনোয়ার হোসেনের ছেলে শাহীন(২৫) কে দশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জনগণের কল্যাণে আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।এই ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা প্রদান করেন কর্মসংস্থান ও জনশক্তি চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ফখরুল আলম,পেশকার মোঃ জহিরুল ইসলাম সহ জেলা পুলিশের সদস্যবৃন্দ।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…