• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০২:৪৫ পূর্বাহ্ন

মাদকের ভয়াল থাবায় যুব সমাজ বিপদগামী হচ্ছে : এড. জাহিদুল ইসলাম রোমান

আপডেটঃ : শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯

 

মো: শিমুল হাছান:

উৎসব মূখর পরিবেশে ফরিদগঞ্জের ধানুয়া বিউটিফুল সমাজ কল্যান সংসদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

২১ নভেম্বর (বৃহস্পতিবার) বিকালে ধানুয়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সজিব শেখের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আল- আমিন গাজীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. জাহিদুল ইসলাম রোমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদকের ভয়াবহতা থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হলে লেখা পড়া ও কাজের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করতে হবে। মাদকের ভয়াল থাবায় আমাদের যুব সমাজ বিপদগামী হচ্ছে, তাই প্রত্যেক অভিভাবকের পাশাপাশি সুধী সমাজকে এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন, উপজেলা আওয়ামী গুনিজন স্মৃতি সংসদের সিনিয়র সহ- সভাপতি শাহ্ আলম শেখ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান সবুজ, আকবর হোসেন মনির, আ’লীগ নেতা ফারুক পাটওয়ারী, আরিফ পাটওয়ারী, যুবলীগ নেতা সুমন খান, জসিম উদ্দিন, সুজন সরকার সাবেক ছাত্রনেতা রুবেল সরকার, কামরুল ইসলাম সরকার।

অনুষ্ঠানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডুডু খেলা অনুষ্ঠিত হয়।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…