• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ন

মতলব উত্তরে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে জেলেদের মাঝে চাল বিতরণ

আপডেটঃ : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯

মনিরুল ইসলাম মনির :
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ১৫শ’ ৫জন জেলের মাঝে ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মো. নুরুল আমিন রুহুল।
এ সময় তিনি জেলেদের উদ্দেশ্যে বলেন, ইলিশ রক্ষায় জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে, ইলিশ রক্ষায় ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে বিষয়টিকে সামাজিক আন্দোলনে রূপ দেয়া। দেশ ও জাতির স্বার্থে এটা অবশ্যই মেনে চলতে হবে। এর কোনো বিকল্প নেই।
তিনি আরো বলেন, ইলিশ শুধু জাতীয় মাছ ও সম্পদই নয়। বহু মানুষের জীবন-জীবিকা নির্ভর করে ইলিশের ওপর। অর্থনীতিতেও রয়েছে বিরাট অবদান। পরিসংখ্যান মতে, দেশের মোট মাছ উৎপাদনের ১৩ ভাগ (যার আনুমানিক অর্থমূল্য আট হাজার ১২৫ কোটি টাকা) আসে ইলিশ মাছ থেকে। জিডিপিতে ইলিশ মাছের অবদান প্রায় দুই শতাংশ। প্রায় পাঁচ লাখ মানুষ ইলিশ আহরণে সরাসরি এবং ২০ থেকে ২৫ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। পৃথিবীর সব দেশেই এ মাছের চাহিদা রয়েছে। প্রতিবছর ইলিশ মাছ রপ্তানি করে প্রায় ৩০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে। যদি প্রজনন মৌসুমে ইলিশ ধরা ও জাটকা নিধন বন্ধ থাকে তাহলে ২১ থেকে ২৪ হাজার কোটি নতুন পরিপক্ব ইলিশ পাওয়া যাবে। এতে বছরে সাত হাজার কোটি টাকা মূল্যের ইলিশের বাজার সৃষ্টি সম্ভব হবে বাংলাদেশে।
চাল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আকতার ও সঞ্চালনায় ছিলেন উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাখওয়াত হোসেন।
এ সময় বক্তৃতা করেন- মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনা আকতার, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য কাজী মিজানুর রহমান, জেলা যুবলীগের সদস্য গাজী সাখওয়াত হোসেন, মতলব উত্তর উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মুক্তার হোসেন, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইঞ্জি. রেজাউল করিম, চরকালিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য কামাল হোসেন গাজী।
এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য নির্মল গোস্বামী, আহসান উল্লাহ হাসান, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আতিকুল ইসলাম শিমুল, মতলব উত্তর ছাত্রলীগের সাবেক আহবায়ক আব্দুর রব প্রধান, সাবেক আহবায়ক এডভোকেট মহসিন মিয়া মানিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য বোরহান উদ্দিন ডালিম, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, জহিরুল ইসলাম চৌধুরী, হারিস মাহমুদ দীপন, আবির হায়াত সিহাব, তাসলিমা আক্তার।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…