• শনিবার, ০৪ মে ২০২৪, ০৮:৫০ অপরাহ্ন

চাঁদপুরে বিশ্ব পর্যটন দিবসে র‍্যালী ও আলোচনা সভা

আপডেটঃ : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯

 

অমরেশ দত্ত জয়ঃ চাঁদপুরে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভা করা হয়েছে।২৭ সেপ্টেম্বর শুক্রবার সকালে শহরস্থ ইলিশ চত্ত্বর প্রাঙ্গণ থেকে র‍্যালী বের হয়।যা শেষ হয় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে।পরে দিবসকে ঘিরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা করা হয়।আর র‍্যালীর নেতৃত্ব ও এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।এ সময় সভায় আরো বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান,অতিরিক্ত পুলিশ সুপার(অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত চাঁদপুর সদর সার্কেল)মোঃ আসাদুজ্জামান,জেলা পরিষদের সচিব মোঃ মিজানুর রহমান,চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা,পৌরসভার পরিকল্পনাবিদ সাজ্জাদ হোসাইন,নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসাইন প্রমুখ।দিবসে এবছরের প্রতিপাদ্য ছিলো ‘ভবিষ্যতের উন্নয়নে, কাজের সুযোগ পর্যটনে’।এই প্রতিপাদ্যের উপর লেখা রচনা প্রতিযোগিতায় যারা বিজয়ী শিক্ষার্থী নির্বাচিত হয়।আলোচনা সভা শেষে তাদের হাতে পুরস্কার বাবদ সম্মাননা ও নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মো: মাজেদুর রহমান খান।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…