• সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে গৃহবধু মিশুর হত্যাকারি সুজনের ফাঁসির দাবিতে মানববন্ধন

আপডেটঃ : শুক্রবার, ২ আগস্ট, ২০১৯

 

মো.শিমুল হাছান:

ফরিদগঞ্জে মিশুর খুনি সুজনের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে গৃদকালিন্দিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ সময় বিভিন্ন সামাজিক সংগঠনসহ মানববন্ধনে অংশ নেন এলাকাবাসী ও স্থানীয় সাংবাদিকরা। বুধবার দুপুরে গৃদকালিন্দিয়া এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় এলাকাবাসীর সঙ্গে কোমলমতি শিক্ষার্থীরা মিশুর হত্যাকারী সুজনের ফাঁসির দাবিতে স্লোগান দেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক বলে তারা গভীরভাবে শোকাহত। এতে ক্ষিপ্ত শিক্ষার্থী ও এলাকাবাসী খুনির ফাঁসি দ্রত কার্যকর করার দাবি জানান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। কারণ নরপিশাচ সুজন নৃশংস ভাবে হত্যা করেছে মিশুকে।

এ ঘটনায় মঙ্গলবার বিকালে খুনি সুজনকে গ্রেফতার করতে সক্ষম হয় ফরিদগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত সুজন খুনি রুপসা দক্ষিণ ইউনিয়নের চরমুগুয়া গ্রামের আবুল বাশারে ছেলে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…