ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে এস.এস.সি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে নূর মোহাম্মদ শিক্ষা ফাউন্ডেশন।
বৃহস্পতিবার উপজেলা অডিটরিয়ামে জিপিএ ৫ প্রাপ্ত ৬৭ শিক্ষার্থীর মাঝে এই বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শওকত ওসমান। তিনি বলেন, একজন শিক্ষার্থীকে শুধুমাত্র ভালো ছাত্র হলেই চলবে না, একজন ভালো মানুষও হতে হবে।
যাদের মধ্যে দেশপ্রেম আছে তাদের দ¦ারা দেশের ক্ষতি হয় না। তোমাদের সবাইকে দেশ প্রেমিক নাগরিক হতে হবে। নূর মোহাম্মদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দ্যা ওয়ান লাইট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নূর সারা কাদের, প্রতিষ্ঠানের সভাপতি ড. আবদুল কাদের, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আবদুল্লাহ আল মামুন।
সাংবাদিক নূরুল ইসলাম ফরহাদের পরিচালনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত¦াবধানে ছিলেন আশরাফুর রহমান।
এদিকে বুধবার ধানুয়া জনতা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের আধুনিক শিক্ষায় দক্ষ হিসেবে গড়ে তুলতে কম্পিউটার ক্রয়ের জন্য আর্থিক অনুদান প্রদান করেন দ্যা ওয়ান লাইট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নূর সারা কাদের।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‘দ্যা ওয়ান লাইট ফাউন্ডেশন’ এর সভাপতি আবদুল কাদের। আমেরিকান প্রবাসী দ্যা ওয়ান লাইট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নূর সারা কাদেরের পৈত্রিক বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে।