• বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪১ পূর্বাহ্ন

চাঁদপুরে বর্ণাঢ্য রথযাত্রা উৎসবের নেতৃত্ব দিলেন অ্যাড. বিনয়

আপডেটঃ : শুক্রবার, ১২ জুলাই, ২০১৯

স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুরে সনাতনধর্মালম্বিদের বর্ণাঢ্য উল্টো রথযাত্রা উৎসবের নেতৃত্ব দিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদার।
১১ জুলাই বৃহস্পতিবার বিকালে তিনি রথ যাত্রায় অংশ নেওয়া কয়েক হাজার সনাতনধর্মালম্বিদের মিছিলে এ নেতৃত্ব দেন।জানা যায়, চাঁদপুর শহরে এবার সপ্তাহব্যাপী আয়োজনের জন্য ৩টি রথ বের হয়। আর এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।
এদিকে এক সাক্ষাৎকারে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদার বলেন, যথাযোগ্য মর্যাদায় সনাতনধর্মালম্বিদের রথযাত্রা উৎসব কে পালন করতে আমরা যথেষ্ট পরিশ্রম করেছি।নিরাপত্তা মনিটরিং ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর রেখে আমাদেরকে সহযোগিতা করায় পুলিশ সুপার জিহাদুল কবির মহোদয়কে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রতিদিন সাংবাদিক ভাইরা আমাদের রথযাত্রা উৎসবের অনুষ্ঠান তাদের লেখনীতে তুলে ধরায় তাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি।
সাম্প্রদায়িক সম্প্রিতী বজায় রাখতে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এভাবেই সর্বদা সতর্কতা অবলম্বন করে কাজ করে যাচ্ছে। এদিকে খবর নিয়ে জানা যায়, উল্টো রথে নতুন বাজার কালী মন্দিরে রাখা রথটি পুরান বাজারের জগন্নাথ মন্দিরে নিয়ে রাখা হয়। মেথারোডস্থ সার্বজনীন দূর্গা মন্দিরের রথ নতুন বাজার গোপাল জিউর আখড়ায় এনে রাখা হয় এবং নতুন বাজার ঘোষপাড়ায় রাখা রথটি পুরান বাজার ঘোষ পাড়ায় নিয়ে রাখা হয়।
এদিকে রথযাত্রা উৎসবের মিছিলে এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক গোপাল সাহা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি তপন সরকার, দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয়, দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি শ্যামল সরকার, চাঁদপুর ইসকনের পরিচালক জগদানন্দ পন্ডিত দাস ব্রহ্মচারী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক বিমল চৌধুরী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক অপু কুমার বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক গোপাল রায় চৌধুরী প্রমুখ।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…