• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৮:২৯ পূর্বাহ্ন

চাঁদপুরে ৩ জেলার ৩৯জন জনপ্রতিনিধির শপথ গ্রহন অনুষ্ঠিত

আপডেটঃ : বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯

মুনছুর আহমেদ বিপ্লব:

চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় লক্ষ্মীপুর, নোয়াখালী ও চাঁদপুরের ১৩জন নবনির্বাচিত চেয়ারম্যানসহ নির্বাচিত  ৩৯ জনপ্রতিনিধির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান তাঁদের শপথ বাক্য পাঠ করান।

শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, লক্ষীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার মো. জিহাদুল কবির, জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র নাছিরউদ্দিন আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেল আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন নাহার চৌধুরী প্রমূখ।

ঝাঁকজমকপূর্ণ আয়োজনে শপথ গ্রহণ করেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা।

হাজীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দিন, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন।

শাহরাস্তি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ফরিদ উল্যাহ চৌধুরী, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ মিরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার।

ফরিদগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান তসলিম আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম।

কচুয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহজাহান শিশির, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম।

মতলব উত্তর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম.এ.কুদ্দুছ, ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খাঁন সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা বেগম।

মতলব দক্ষিণ উপজেলায় এইচ.এম. গিয়াস উদ্দিন ও ভাইস চেয়ারম্যান মবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আক্তার রুনু।

লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, ভাইস চেয়ারম্যান অ্যাড. রহমত উল্লাহ বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদা আক্তার।

রামগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, ভাইস চেয়ারম্যান দেওয়ান বাচ্ছু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার।

রায়পুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মামুনুর রশীদ, ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম।

রামগতি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রাহীদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা আক্তার জোসনা।

কমলনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পি, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোকসানা আক্তার।

নোয়াখালীর হাতিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন ও ভাইস চেয়ারম্যান ওবায়দ উল্যাহ বিপ্লব ও মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম।

চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে। ২৪ মার্চ এসব উপজেলার নির্বাচন সম্পন্ন হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এদের মধ্যে বেশ কয়েকজন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছিলেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…