কয়েকজন যাত্রীর সাথে কথা বললে তারা জানান, সন্ধ্যার পর গত কয়েকদিন ধরে আচমকা কালবৈশাখী ঝড়ো হাওয়া শুরু হয়। আমরা যারা লঞ্চে যাতায়াত করি এই ঝড়ের কারণে আতংক ও ভয়ের মাঝে আমাদের থাকতে হচ্ছে। যার ফলে আমরা পরিবার-পরিজনের সাথে বৈশাখীর প্রথম দিনটি আনন্দে উদ্দীপনায় কাটানোর জন্যই ঢাকা থেকে নিজ এলাকা চাঁদপুরে লঞ্চে এসেছি।
লঞ্চের দায়িত্বে থাকা স্টাফরা জানান, গত ৩/৪ দিন ধরে কাল বৈশাখী ঝড়ের কারণে আমাদের যাত্রা বাতিল করতে হচ্ছে। যদি ছেড়েও যাই তাহলেও আতংকের মাঝে মাঝ নদীতে থাকতে হচ্ছে। রাতে যেসব লঞ্চ চাঁদপুর ও ঢাকা থেকে চলাচল করে এসব লঞ্চগুলোতে যাত্রীর সংখ্য অনেকটাই হ্রাস পেয়েছে। কালবৈশাখীর আবহাওয়া না কমা পর্যন্ত আমাদেরকে এইভাবে যাত্রীহীন অবস্থায় চলতে হবে।