• রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ন

চাঁদপুরে ডাকাতিয়া নদীর পাড় থেকে বাক্সে রাখা এক নবজাতকের মরদেহ উদ্ধার

আপডেটঃ : বুধবার, ১০ এপ্রিল, ২০১৯

মানব খবর ডেস্ক:

চাঁদপুরে ডাকাতিয়া নদীর পাড় থেকে পরিত্যাক্ত অবস্থায় বাক্সে রাখা এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেল ৪টায় শহরের ১১নং ওয়ার্ডের ময়দার মেইল নামক স্থানের নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় এলাকাবাসী জানায়, নদীতে গোসল করতে গিয়ে স্থানীয়রা কাগজের বাক্সটি বাঁধা অবস্থায় ভেতরে নবজাতকের মরদেহটি দেখতে পায়। পরে পুলিশ কে বিষয়টি জানালে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

এস আই (উপ-পরিদর্শক) জহিরুল ইসলাম জানায়, কে বা কাহারা কেন? এই নবজাতকের লাশটি এখানে ফেলেছে। তা ঘটনাস্থলের পাশের একটি বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ দেখে ব্যবস্থা নেয়া হবে। তবে আনুমানিক নবজাতকের বয়স ২দিন হতে পারে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…