গাজী মমিন, ফরিদগঞ্জ:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পানিতে ডুবে মো. ওয়ালীদ হাসান (৬) নামে এক শিশু পানিতে ডুবে যায়। খবর পেয়ে শিশুটিকে তার পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটি মৃত ঘোষনা করেন।
১৯ মে বুধবার সকালে উপজেলার ৭নং পাইকপাড়া ইউনিয়নের বিষুরবন্দ গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশু উপজেলার বিষুরবন্দ গ্রামের মো. শিপনের মিয়ার ছেলে। শিশু মো. ওয়ালীদ হাসান একই ইউনিয়নের বোয়ালিয়া নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসার নূরানী শাখার ২য় জামাতের শিক্ষার্থী।
স্থানীয় বাসিন্দা কেএম হাসানের দেয়া তথ্য সূত্রে জানা যায়, সহপাটিদের সাথে খেলা করতে গিয়ে ওই শিশুটি পানিতে ডুবে যায়। এসময় তার খেলার সাথী অন্য শিশুরা এসে বাড়ির লোকজনকে জানালে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে নিলে ডিউটিরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষনা করেন।
এবিষয়ে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিক্যাল অফিসার মো. কামরুল হাসান জানিয়েছেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে।