মনিরুল ইসলাম মনির :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নতুন করে আরো তিন জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৫জুন) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নুশরাত জাহান মিথেন বিষয়টি নিশ্চিত করেছেন। এ উপজেলায় এ পর্যন্ত শনাক্ত ৩৬ জন ও মৃত্যু ৫ জন।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ১৫ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনা উপসর্গ সন্দেহে ১৩ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়। বৃহস্পতিবার (২৫ জুন) ১৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে। এর মধ্যে তিন জনের করোনা পজেটিভ ও অপর দশ জনের করোনা নেগেটিভ ফলাফল আসে।
নতুন করে করোনায় পজেটিভ হয়েছেন বারআনী গ্রামের বাচ্চু মিয়ার ছেলে কাউসার(৩০), সুজাতপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে ইদ্রিস আলী(৯০) ও ফরাজীকান্দি মিরপুর গ্রামরে তাহেরা বেগম(৫০)।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুশরাত জাহান মিথেন বলেন, আক্রান্তদের বাড়ি লকডাউন করা হবে। তারা নিজেদের বাড়িতে চিকিৎসাধীন আছে।