• বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০১:১৪ অপরাহ্ন

ফরিদগঞ্জে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং করছেন ওসি রকিব

আপডেটঃ : সোমবার, ২৩ মার্চ, ২০২০

গাজী মমিন :
ফরিদগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং করছেন থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব। সোমবার সকালে থানা প্রশাসনের উদ্যোগে ফরিদগঞ্জ বাজারে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক মনিটরিং করার সময় ব্যবসায়ীদের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান জানান। দেশে করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার ঘোষণার দিন থেকে ফরিদগঞ্জে দ্রব্যমূল্য বাড়ার প্রবণতা দেখা যায়। অনেক ব্যবসায়ী ভবিষ্যতের কথা বিবেচনা করে অধিক দ্রব্য কিনে মজুদের চিন্তাও করেছেন। তাই ব্যবসায়ীদের কৃত্রিম সংকট তৈরি ও ক্রেতাদের প্রয়োজনের অধিক পণ্য না কেনার অনুরোধ করেন তিনি। এদিকে সদ্য বিদেশফেরত সকলকে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্যে অনুরুধ করেন। সেই সঙ্গে সরকারি নির্দেশনা অনুযায়ী কেউ যদি হোম কোয়ারেন্টাইন না মানে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের ঘোষণা ও করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে ফরিদগঞ্জ থানা পুলিশ।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…