• মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

ভারতের সিমান্ত থেকে ফরিদগঞ্জের পালাতক আসামী আটক

আপডেটঃ : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০

 

ফরিগঞ্জ প্রতিনিধি:

চাঁদপরের ফরিদগঞ্জে ৩ মামলার ওয়রেন্টভূক্ত পালাতক আসামীকে ভারতের সিমান্ত এলাকা থেকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।
২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব এর নির্দেশে এস আই নাজমুল সংগীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গবীররাতে সিলেট কম্পানিগঞ্জ শাহ্ আরিফিন এলাকা থেকে ডাকাতি মামলা জিআর ৩৮/১১, মাদক মামলা জিআর ২৯০/১৭ ও জিআর ০৪/১৮, এর ৩ মামলার আসামী জুটন ব্যাপারী (৩২) কে আটক করেছে।
আটককৃত জুটন ব্যাপারী উপজেলার বিষকাটালি এলাকার বাচ্চু ব্যাপারীর ছেলে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব বলেন, সিলেটের কোম্পানিগঞ্জে ভারতের সিমান্ত এলাকায় লুকিয়েও বাঁচতে পারল না জুটন। আটকৃত জুটন ব্যাপারীর বিরুদ্ধে বিভিন্ন সময়ের তিনটি মামলার ওয়ারেন্ট রয়েছে, আসামীকে গ্রেপতারের পর চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…