স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চাপিলা গ্রামের শেখ বাড়িতে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে এক পরিবারের দুই ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে । ৮ সেপ্টেম্বর রবিবার এ মামলা করেন ঘটনায় গুরুতর জখম হওয়া মোস্তাফিজুর রহমানের আরেক ভাই সিবগাত উল্লাহ ।তিনি জানান,আমার ভাই মাসুদুর রহমান একাধিক মামলার আসামী তার শশুর শুকুরুল্লা পাটওয়ারীর নেতৃত্বে তার ছেলে ছাফিন শেখ কে নিয়ে মোস্তাফিজের ওপর দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায় ।এতে মোস্তাফিজের শরীর গুরুতর আঘাতপ্রাপ্ত হলে স্থানীয় মুসল্লিরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে । আমি ওই হামলার তীব্র প্রতিবাদ জানাই এবং এই হামলাকারী দোষীদের শাস্তি কামনা করে আইনের শরণাপন্ন হয়েছি । এ ঘটনার বিবরণে মামলার বাদী মোস্তাফিজুর রহমান জানান,শনিবার আমাদের বাড়ির ওসমান আলী জামে মসজিদে মুসল্লিদের সাথে আছরের নামাজ আদায় শেষে বের হই । ওই সময় পূর্ব পরিকল্পিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে আমার অন্য এক ভাই মাসুদ তার শশুরের নেতৃত্বে তার ছেলেকে নিয়ে আমার ওপর অতর্কিতভাবে হামলা চালায়।এতে আমি চরমভাবে ওদের দেশীয় অস্ত্রের হামলায় আঘাতপ্রাপ্ত হই । পরে স্থানীয় মুসল্লিরা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে । তিনি আরো জানান,আমার পাওনা বন্টনকৃত জমি জোরপূর্বক দখল নিতেই মাসুদ তার শশুরের নেতৃত্বে এ পরিকল্পিত হামলা চালিয়েছে।আমি এমন নেক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।এ ব্যপারে মামলার বিবাদী মাসুদের কোন বক্তব্য পাওয়া যায়নি । এদিকে এ মামলার প্রসঙ্গে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন জানান,আমরা থানায় এই সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি । এ ব্যপারে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহন করা হচ্ছে ।