• রবিবার, ২৭ অক্টোবর ২০২৪, ০৯:৫৮ পূর্বাহ্ন

চাঁদপুরে শিক্ষিকা জয়ন্তি খুনিদের ফাঁসির দাবি ॥ জিবনের নিরাপত্তা চেয়ে মানববন্ধন

আপডেটঃ : সোমবার, ২২ জুলাই, ২০১৯

অমরেশ দত্ত জয় ঃ

চাঁদপুরে স্কুল শিক্ষিকা জয়ন্তি চক্রবর্ত্তীর(৪৮) রহস্যজনক খুনের ঘটনায় জড়িত খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাইলেন কয়েক হাজার শিক্ষক । এর সাথে শিক্ষকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাদের জিবনের নিরাপত্তারও জোড় দাবি জানিয়েছেন ।

২২ জুলাই সোমবার দুপুরে এ দাবি জানাতে সড়কে কয়েক হাজার স্কুল শিক্ষক মানববন্ধন করে। মানববন্ধনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাবেক সভাপতি আবুল বাশার, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোস্তফা কামাল বাবুল,সহ-সভাপতি ইছমত আরা শাফি বন্যা,সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম,যুগ্ম সাধারন সম্পাদক খোদেজা আক্তার লাকি, চাঁদপুর সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ফারুক আহমেদ,সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন পাটওয়ারী,সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন,দপ্তর সম্পাদক সোহাগ প্রধানীয়ারা তাদের বক্তব্যে বলেন,দিনে দুপুরে ১টি সংরক্ষিত এলাকাতে ১ জন প্রাথমিক শিক্ষককে জবাই করে হত্যা করা হলো। তা কতটা আতঙ্কজনিত ভয়াবহ ঘটনা।

এমন নৃশংসভাবে শিক্ষক খুন করা শুধুমাত্র পরিকল্পিতভাবেই করা সম্ভব। আমরা এমন বেদনাদায়ক ঘটনায় জড়িত ওই নরপিচাশ চক্রকে দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানাই। সেই সাথে আমরা আমাদের জিবনেরও নিরাপত্তা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট কামনা করছি।

শিক্ষকদের এমন যৌক্তিক মানববন্ধনে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদার,উজেলা সহকারী শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন,জেলা বাসদ এর সমন্বয়ক শাহজাহান তালুকদার,জেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি ইলিয়াছ মিয়াও একাত্মতা পোষণ করে অংশ নেন। উল্লেখ্য,২১ জুলাই রবিবার বিকালে পুলিশ চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের স্টাফ কোয়ার্টার থেকে ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জয়ন্তী চক্রবর্তীর গলা কাটা লাশ উদ্ধার করে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…