• বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৫:৩৬ পূর্বাহ্ন

অবৈধভাবে ইলিশ মাছ ধরার অপরাধে ৭ জেলে আটক

আপডেটঃ : বুধবার, ১০ এপ্রিল, ২০১৯

চাঁদপুর প্রতিনিধি:

প্রচন্ড ঝড় উপেক্ষা করে কয়েক ঘন্টার অভিযানে পদ্মা নদী থেকে অবৈধভাবে ইলিশ মাছ ধরার অপরাধে একটি ট্রলার সহ ৭ জনকে আটক করা হয়। গুয়ালিয়ারচর ও সুরেশ্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এদের মধ্যে ৬ জনের বাড়ি শরীয়তপুর ও ১ জনের বাড়ি মুন্সিগঞ্জ।


এদের মধ্যে ৫ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে ১ বছর করে কারাদণ্ড ও ২ জনকে (বয়স বিবেচনায়) ৫০০০ টাকা করে ১০,০০০/ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান।

অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট আবদুল্লাহ আল মাহমুদ জামান, সহকারী মৎস্য কর্মকর্তা, কচুয়া,কোষ্টগার্ডের স্টেশন কমান্ডার, নৌ পুলিশ ও কোষ্টগার্ডের সদস্যবৃন্দ।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…