• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:৪০ অপরাহ্ন

চাঁদপুরের শীর্ষ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

আপডেটঃ : সোমবার, ১৩ মে, ২০১৯

হাবিবুর রহমান হাবিব / তোফায়েল আহম্মেদঃ
চাঁদপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী ১৫ মাদক মামলার আসামী কাজী দুলাল (৫০) পুলিশের কাছে এসে নিজেই পরিবার পরিজন নিয়ে আত্মসমর্পন করেছেন।

রোববার দুপুরে বীর দর্পে চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবিরের কাছে এসে আত্মসমর্পন করলে তাকে ফুল দিয়ে বরণ পুলিশ সুপার। এসময় তার সন্তান ভাই বোনও উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার জিহাদুল কবির জানান, জেলার হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকার কাজী দুলাল ১৯৯৬ সাল থেকে হাজীগঞ্জসহ চাঁদপুরে ফেন্সিডিল ও ইয়াবা বেচাকেনার কারবার চালিয়ে আসছিলেন।

তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানাসহ চাঁদপুরের বিভিন্ন থানায় ১৫টি মাদক মামলা রয়েছে। আগে ও পরে তার বিরুদ্ধে আরো অনেক মামলা ছিল। জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পুলিশের তালিকায় তার নাম রয়েছে।

ইতিমধ্যে অনেকগুলো মামলায় জেল খাটলেও কিছু মামলায় ওয়ারেন্ট জারি থাকায় সে নিজেই এসে আত্মসমর্পন করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক হাজীগঞ্জের প্রভাবশালী রাজনৈতিক ছত্রছায়ায় থেকে কাজী দুলাল মাদকের স্বর্গরাজ্য গড়ে তুলে। স্থানীয় পুলিশ সে কারণে তাকে ধরতে ব্যর্থ হলে অবশেষে নিজেই আত্মসমর্পন করেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…