• রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০২:৫২ পূর্বাহ্ন

শাহরাস্তি ডাকাতিয়ায় অবৈধভাবে বালি উত্তোলন করায় মোবাইল কোর্ট

আপডেটঃ : বুধবার, ৫ মে, ২০২১

শাহরাস্তি প্রতিনিধিঃ
শাহরাস্তি উপজেলার ডাকাতিয়া নদীর খিলা ও ঘুঘুরচপ অংশে অবৈধভাবে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলন করার কারণে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার।
৫ মে বুধবার মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় ড্রেজার মালিককে ঘটনাস্থলে না পাওয়ায় ড্রেজারের পাইপ ভেঙ্গে নষ্ট করে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার জানান ডাকাতিয়া নদীর শাহরাস্তির অংশে অবৈধ ভাবে ও অনুমোদনবিহীন ড্রেজার স্থাপন এবং বালি উত্তোলন করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অবৈধ ড্রেজার ও বালু উত্তোলনকারীদের সঠিক তথ্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে জানানোর জন্য অনুরোধ করেছেন।
মোবাইল কোর্টে সহায়তা করেন শাহরাস্তি মডেল থানার পুলিশ সদস্যবৃন্দ।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…