• শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৫ অপরাহ্ন

শাহরাস্তিতে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা`র উপহার  খাদ‌্য সামগ্রী  বিতরণ 

আপডেটঃ : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

মোঃ জামাল হোসেনঃ

শাহরাস্তিতে ২শ জন কর্মহীন,গরীব, অসহায় ও দুস্থ‌দের মা‌ঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা`র উপহার হি‌সে‌বে খাদ‌্য সামগ্রী  বিতরণ করা হয়েছে।
২৮ এপ্রিল বুধবার উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ক‌রোনা ভাইরা‌সের কার‌ণে সৃষ্ট প‌রি‌স্থি‌তি মোকাবেলায় শাহরা‌স্তি উপ‌জেলার পৌরসভা ও ১০‌টি ইউ‌নিয়‌নের ২০০ জন কর্মহীন,গরীব, অসহায় ও দুস্থ‌দের মা‌ঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা`র উপহার হি‌সে‌বে খাদ‌্য সামগ্রী  বিতরণ ।

প্রতি জন‌কে ১০ কেজি চাল, ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা, ১লিটার সয়াবিন তৈল, ২ কেজি আলু বিতরণ করা হ‌য়ে‌ছে।
এসময় উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার, শাহরা‌স্তি  শিরীন আক্তার,  শাহরা‌স্তি পৌরসভার মেয়র  হা‌জি আব্দুল ল‌তিফ, উপ‌জেলা প‌রিষ‌দের প‌্যা‌নেল চেয়ারম‌্যান  কামরুন্নাহার কাজল , ভাইস চেয়ারম‌্যান  তোফা‌য়েল আহ‌মেদ ইরান।
(স্থানঃ উপ‌জেলা প‌রিষদ প্রাঙ্গন, শাহরা‌স্তি )
দূরবর্তী ইউ‌নিয়‌নে উপকার‌ভোগী‌দের মা‌ঝে খাদ‌্য সামগ্রী পৌছে দি‌য়ে‌ছেন উপ‌জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ,  সহকারী প্রোগ্রামার মোঃ শাহজাহান। সা‌থে ছি‌লেন স্ব স্ব ইউ‌পি চেয়ারম‌্যানবৃন্দ।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…