• শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৭:১১ অপরাহ্ন

হেফাজত নেতা মামুনুলের ৩ বিয়ের কথা স্বীকার ॥ ১ সপ্তাহ রিমান্ড চাইবে পুলিশ

আপডেটঃ : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

মানবখবর ডস্কে:

হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তেজগাঁও থানা কমপ্লেক্সে পুলিশের জিজ্ঞাসাবাদে তিন বিয়ের কথা স্বীকার করছেন মামুনুল হক। তিনি জানিয়েছেন, প্রথম বিয়ের পর যে দুই নারীর কথা আলোচনায় এসেছে তারা দু’জনই তার স্ত্রী। এসব বিয়ে তিনি সামাজিকভাবে গোপন রেখেছেন। রবিবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে তেজগাঁও থানায় রাখা হবে মামুনুল হককে।

ডিসি হারুন আর রশিদ এসব তথ্য জানান।

তিনি আরও বলেন, ‘মোহাম্মদপুর থানার নাশকতা ও ভাঙচুর মামলায় সোমবার মামনুলকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে।’ আরো কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁর রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…