• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:১০ অপরাহ্ন

শাল্লায় হিন্দু বাড়িতে হামলার প্রতিবাদে কচুয়ায় মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

আপডেটঃ : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১

জিসান আহমেদ নান্নু,কচুয়া ॥
সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁও গ্রামে সম্প্রতি হিন্দু বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় কচুয়ায় মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ,উপজেলা পূজা উদযাপন পরিষদ ও গীতা স্কুল পরিচালনা পরিষদের যৌথ আয়োজনে কচুয়া পৌর ভবনের সামনে প্রায় ঘন্ট্যাাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। একই দিনে উপজেলা গীতা স্কুল পরিচালনা পরিষদ কচুয়া বিশ^রোড এলাকা থেকে প্রতিবাদ মিছিল বের করে কচুয়া পৌর ভবনের সামনে মানববন্ধনে মিলিত হয়।
উপজেলা হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক প্রিয়তোষ পোদ্দারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি প্রানধন দে,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক তরিকুল ইসলাম মুন্সী,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সনতোষ চন্দ্র সেন,উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ফণীভূষণ মজুমদার তাপু,সাধারন সম্পাদক বিকাশ সাহা,সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের সভাপতি বটু কৃষ্ণ বসু,উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিয়য়ক সম্পাদক ডা: মানিক মজুমদার সোহাগ,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক,সাবেক সাধারন সম্পাদক জিসান আহমেদ নান,উপজেলা গীতা স্কুল পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা মানবাধিকার কর্মী রাজীব চন্দ্র শীল ও আলোর মশালের সভাপতি আবু সাইম মৃধা প্রমুখ।
সভায় বক্তারা শাল্লার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…