• মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ০৮:০৮ অপরাহ্ন

কচুয়ায় নিরাপদ সড়ক ও চালকের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আপডেটঃ : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

জিসান আহমেদ নান্নু,কচুয়া ॥
কচুয়া-ঢাকা সড়কে বেপরোয়া গাড়ি চলাচল,রাস্তা প্রসত্ব করন,বাকা সড়ক সরলীকরণ,মুড়ো ও গুরুত্বপূর্ন এলাকয় স্পিড ব্যাকার স্থাপন, নিরাপদ সড়ক,দক্ষ চালকের দাবি ও সড়ক দূর্ঘটনা প্রতিরোধে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার নিরাপদ সড়ক চাই কচুয়া উপজেলা শাখার উদ্যোগে কচুয়া-ঢাকা আঞ্চলিক সড়কের উত্তর পালাখাল মোড়ে ঘন্টব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বিতারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. মনির হোসেন, বিতারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও চেয়ারম্যান প্রত্যাশী মো. সোহাগ খান, আওয়ামীলীগ নেতা মো. ওয়ালী উল্যাহ প্রধান, ইউপি সদস্য সফিউল খান,সমাজসেবক আব্দুল হালিম দেওয়ান,নিরাপদ সড়ক চাই কচুয়া উপজেলা শাখার সভাপতি জিসান আহমেদ নান্নু,সহ-সভাপতি ডা. সমীর চন্দ্র রায়,যুগ্ন সাধারন সম্পাদক মো. আমির হোসেন মজুমদার,সদস্য সাইফুল ইসলাম সুমন, হাবিব প্রধান বাহার প্রমুখ। পরে সংগঠনের সদস্যবৃন্দ উত্তর পালাখাল মোড়ের বিভিন্ন পয়েন্টে চালক ও যাত্রীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এসময় নিরাপদ সড়ক চাই কচুয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক মো. মুক্তার মজুমদার, সাংগঠনিক সম্পাদক ডা. জাকির হোসেন জাহাঙ্গীর,যুগ্ম সাধারন সম্পাদক ডা. ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক ইসমাইল চৌধুরী, প্রচার সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব ও রায়হান হোসেন,দূর্ঘটনা ও অনুসন্ধান সম্পাদক মাসুদ রানা,সাংস্কৃতিক সম্পাদক জিসান আহমেদ,কার্যনিবাহী সদস্য শান্তু ধর, শামীম আহেমদসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…